Tuesday, January 28, 2025
Homeবিনোদনবাংলা নাটকভীষণ ব্যস্ত মোশাররফ করিম "বিলডাকিনী" নিয়ে

ভীষণ ব্যস্ত মোশাররফ করিম “বিলডাকিনী” নিয়ে

ভীষণ ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম, এক সপ্তাহ ধরে নওগাঁয় সেখানে সরকারি অনুদানের সিনেমা ‘বিলডাকিনী’র শুটিং চলছে ।

আর তাতে যোগ দিতে কলকাতা থেকে সরাসরি নওগাঁয় যাচ্ছেন টলিউড অভিনেত্রী পার্নো মিত্র।

ইতোমধ্যে ঢাকা ছুঁয়ে নওগাঁর উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। আর আজকেই (১৮ জানুয়ারি) শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক ফজলুল কবীর তুহিন।

তবে সকালে তুহিন জানিয়েছিলেন, আজ পৌঁছে বিশ্রাম নিয়ে কাল শুটিং করবেন পার্নো। কিন্তু মোশাররফসহ শুটিং ইউনিট প্রস্তুত থাকায় আজকেই কাজ শুরু করবেন বলে সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

আজ বিকাল ৪টায় নির্মাতা বলেন, ‌‘পার্নো এখন বাংলাদেশে। রাস্তায় আছেন। তিনি পৌঁছামাত্র শুটিংয়ে যোগ দেবেন বলে ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা সেভাবেই কাজ এগোচ্ছি।’

তুহিন আরও বলেন, ‘করোনা পজিটিভ হওয়ায় পার্নো শুটিংয়ে অংশগ্রহণ করতে পারেননি এতদিন। কিন্তু তার সঙ্গে যোগাযোগ ছিল সবসময়।

পরিচালক জানান, নওগাঁ জেলার বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং চলবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। তার মধ্যেই পুরো ছবির কাজ শেষ হবে। আপাতত ৬০ ভাগ সম্পন্ন হয়েছে বলে দাবি পরিচালকের।

নূরদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনী’ অবলম্বনে তৈরি করা হয়েছে এ সিনেমার চিত্রনাট্য। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া এ ছবিটিতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটি সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন।

এদিকে পরিচালক ফজলুল কবীর তুহিন এর আগে ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমার শুটিং শেষ করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments