সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেমের গুঞ্জনে মুখরিত শোবিজ অঙ্গন। এরই মাঝে অভিনেতা ও আলোচিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুকে ‘মজার পোস্ট’ উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন—যা নিয়ে চলছে জোর চর্চা।
রোববার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন জয়। তাতে দেখা যায়, একই ফ্রেমে জয়, চিত্রনায়ক রিয়াজ, মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। বুবলী জয়কে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে ছবির ক্যাপশনে জয় লিখেন, কাকে মিষ্টি খাওয়াইলাম আর কার সঙ্গে প্রেম করলা কিছুই বুঝলাম না? তা-ও আবার দুই নায়ক সাক্ষী ছিল। পোস্টের শেষাংশে জয় লিখেছেন, মজার পোস্ট কেউ আবার কিছু মনে কইরেন না।
জয়ের এ পোস্টে ২০ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য করেছেন ১২ শতাধিক। নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকে এ পোস্টে মন্তব্য করেছেন।
সংগীতশিল্পী তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ফেসবুক স্ট্যাটাসে জানান, প্রেম করছেন তাপস-বুবলী। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন, তার ফেসবুক হ্যাকড হয়েছিল। কিন্তু এর কয়েক দিন পর ফাঁস হয় একটি অডিও ক্লিপ। সেখানে নারী কণ্ঠে একজন বলেন, প্রেম করেছেন তাপস-বুবলী। দাবি করা হয়েছে, এ নারী কণ্ঠটি মুন্নির। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।