একটা সময় অভিনয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন সানি দেওল। শুনতে হয়েছিল বলিউডে তার কেরিয়ার শেষ। কিন্তু সিনেমায় ফিরতেই সাফল্যের মুখ দেখলেন ধর্মেন্দ্রপুত্র। টক্কর দিয়েছিলেন ‘পাঠান’, ‘বাহুবলী’দের। বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।
২০০১ সালে মুক্তি পেয়েছিল অনিল শর্মা পরিচালিত ছবি ‘গদর’। ভারতের তারা সিং ও পাকিস্তানের শাকিনার প্রেমকাহিনি জায়গা করে নিয়েছিল দর্শকের মনে। প্রায় ২২ বছর পরে গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘গদর টু’। মুক্তি পাওয়ার পরে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছিল ওই সিনেমা। তার পর থেকেই সানির সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে বলিপাড়ায় সিনেমা নির্মাতারা। খবর, ‘গদর টু’-এর পর এ বার ‘বর্ডার টু’ সিনেমাতে কাজ করতে চলেছেন সানি।
‘বর্ডার’ পরিচালক জেপি দত্তের সঙ্গে ফের জুটি বাঁধছেন সানি। ‘গদর টু’ সিনেমার সাফল্যের পর অবশেষে ‘বর্ডার টু’ সিনেমার জন্য সায় দেন সানি। গুঞ্জন রয়েছে এর জন্য নাকি ৫০ কোটি টাকার পারিশ্রমিক দাবি করেছেন তিনি। সানির সঙ্গে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকেও। শোনা যাচ্ছে, সুনীল শেট্টির ছেলে নবাগত অহন শেট্টিকেও নাকি দেখা যাবে এই সিনেমায়।
শিগগিরই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন নির্মাতারা। সিনেমার প্রেক্ষাপট চূড়ান্ত হওয়ার পরে এ বার চিত্রনাট্য লেখার কাজ শুরু করতে চলেছেন তারা। জেপি দত্ত ও নিধি দত্তের প্রযোজনাতেই নাকি তৈরি হতে চলেছে ‘বর্ডার টু’। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ সিনেমাতে সানি দেওল ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা।