দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনয় করছেন বলিউডেও। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন এই অভিনেত্রী। সিনেমা পাড়ায় তাকে নিয়ে বহুবার প্রেমের গুঞ্জন প্রকাশ্যে এসেছে। তবে প্রেম করলেও এখনও কারও সঙ্গে গাঁটছড়া বাঁধেননি শ্রুতি।
বর্তমানে দিল্লির ডুডল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রুতি। দুই বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। কাজে ফাঁকে সময় পেলেই একসঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে দেখা যায় দুজনকে। তবে শান্তনুর সঙ্গে প্রেম করলেও, প্রেমিককে বিয়ে করতে নারাজ শ্রুতি।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে শ্রুতি বলেন, বিয়ে শব্দটাতে ভীষণ ভয় পাই আমি। বিয়ের সঙ্গে এত কিছু জড়িত, যে সেই বিষয়গুলো নিয়ে একেবারেই ভাবতেই চাই না। আমি ওর সঙ্গে ভালো আছি, একসঙ্গে ভালো কাজ করছি, ভালো সময় কাটাচ্ছি। এটা কি বিয়ের থেকে অনেক ভালো নয়?
অভিনেত্রী আরও বলেন, শান্তনু এবং আমি আমাদের মতো করে বাঁচি। আমরা কোনো সামাজিক নিয়মের ধার ধারি না। মানুষজন আমাদের সম্পর্ক নিয়ে, বিয়ে নিয়ে কী ভাবছে আর কী ভাবছে না সেটাও ভাবি না।
আমরা যতক্ষণ ভালো বন্ধু আছি, একে অন্যের পাশে আছি, একে অন্যকে সম্মান করছি ততক্ষণ তো আমি কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। তাছাড়া কঠিন সময়ে আমরা একে অন্যের পাশে থাকি। লড়াইয়ে কেউ আপনার পাশে থাকলে সেটাই সবচেয়ে ভালো লাগার বিষয়।
প্রসঙ্গত, ‘সালার’ সিনেমার পরবর্তী পার্টে দেখা যাবে শ্রুতি হাসানকে। এ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন এই নায়িকা। এছাড়াও হলিউড সিনেমা ‘দ্য আইতে’ও দেখা যাবে শ্রুতিকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস