Sunday, December 22, 2024
Homeবিনোদনসৌদি আরবের ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে ‘দামাল’

সৌদি আরবের ফিল্ম ফেস্টিভালে যাচ্ছে ‘দামাল’


সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘অ্যাম্বাসেডর চয়েস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ এ দেখানো হবে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দামাল’। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস নিয়মিতভাবে এই বার্ষিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে থাকে।

প্রখ্যাত শিশুসাহিত্যিক ও একুশে পদকপ্রাপ্ত মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর-এর কাহিনী অবলম্বনে নির্মিত ‘দামাল’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, রিয়াদে অনুষ্ঠিত এই উৎসবে ‘দামাল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে ৮ ডিসেম্বর।

আগামী ২৪ নভেম্বর থেকে পক্ষকালব্যাপী এই উৎসব শুরু হবে। চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের কুটনীতিক, উচ্চপদস্থ ব্যক্তিবর্গ এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করবেন।

মুক্তিযুদ্ধ সময়কালীন স্বাধীন বাংলা ফুটবল দলের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘দামাল’। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি সহ এক ঝাঁক তারকা অভিনয়শিল্পী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments