Saturday, December 21, 2024
Homeবিনোদনবলিউড তারকা কার্তিকের জন্মদিনে করণ জোহরের দারুণ উপহার

বলিউড তারকা কার্তিকের জন্মদিনে করণ জোহরের দারুণ উপহার


বলিউডের এ প্রজন্মের তারকা অভিনেতা কার্তিক আরিয়ানের জন্মদিন গত ২২ নভেম্বর (বুধবার) ছিল। আর এদিনই তাকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে যেন তাকে জন্মদিনের উপহার দিলেন বলিউডের খ্যাতিমান নির্মাতা করণ জোহর।

করণ জোহর তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে কার্তিককে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সিনেমাটি নির্মাণের ঘোষণা দেন। এই ঘোষণার প্রেক্ষিতে অভিনেতা কার্তিক অরিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে তার আবেগ অনুভূতি সবার সাথে ভাগাভাগি করেন।

কার্তিক লিখেছেন, ‘আমাদের গৌরবময় ভারতীয় ইতিহাসের বীরত্ব ও ত্যাগে পরিপূর্ণ একটি অবিস্মরণীয় অধ্যায় এখন আমার জীবনের একটি অংশ হতে চলেছে। এটি আমার হৃদয়ের খুব গভীরের এক অনুভূতি। অত্যন্ত প্রতিভাবান সন্দীপ মোদীর সাথে একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি, সেজন্য আমি অত্যন্ত গর্বিত এবং উত্তেজিত। করণ জোহর ও একতা কাপুরের সাথে এই কাজ এক বিশাল ধামাকা হতে চলেছে…’

প্রসঙ্গত, দেশপ্রেম, বীরত্ব ও আত্মত্যাগের কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করবেন সন্দ্বীপ মোদি। ধর্মা প্রোডাকশন ও বালাজি টেলিফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত হবে চলচ্চিত্রটি। বলিউড তারকা কার্তিক আরিয়ান অভিনীত এই সিনেমাটি ২০২৫ সালের ১৫ আগস্ট মুক্তি দেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments