টিভি নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। এর আগে বেশ কিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সে ধারাবাহিকতায় ফের একটি নাটকে একসঙ্গে জুটি বাঁধছেন। আর এ নাটকটির নাম ‘সেলুলয়েড’। তানিম রহমান অংশুর পরিচালনায় এ নাটকটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে।
এ প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না। সবসময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ঠিক তেমনই একটি গল্পের নাটক ‘সেলুলয়েড’। আশা করি, নাটকটি ভালো লাগবে দর্শকদের।
মম বলেন, শ্যামলের সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।
প্রসঙ্গত, শ্যামল-মমর ‘সেলুলয়েড’ নাটকটি বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।