Saturday, December 21, 2024
Homeবিনোদনআনকাট ছাড়পত্র পেল আতিকের ‘পেয়ারার সুবাস’

আনকাট ছাড়পত্র পেল আতিকের ‘পেয়ারার সুবাস’


দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ছয় বছর আগে তিনি অভিনয় করেছিলেন আন্তর্জাতিক মহলে আলোচিত নির্মাতা নূরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’ সিনেমায়।

এবার দর্শকের সামনে আসতে যাচ্ছে সিনেমাটি। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে।

আগামী বছরের শুরুতে মুক্তি পাবে ‘পেয়ারার সুবাস’। রোববার (২৬ নভেম্বর) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের এমডি শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে আগামী বছর শুরুতে। সিনেমাটি দেখার জন্য দর্শক অপেক্ষা করছেন অনেক দিন ধরেই। আশা করছি, গুণী নির্মাতা নুরুল আলম আতিকের সিনেমা দিয়ে জয়া আহসান আরও একবার বাজিমাত করবেন।

সিনেমাটিতে অভিনয় করেছেন- জয়া আহসান, তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

‘পেয়ারার সুবাস’ সিনেমার চিত্রগ্রহণে ছিলেন আয়ান রেহাল, সম্পাদনায় সজল, সাউন্ডে সুকান্ত মজুমদার আর মিউজিক করেছেন রাশিদ শরীফ শোয়েব।

প্রসঙ্গত, আতিকের ‘ডুবসাঁতার’ দিয়েই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল জয়ার। এ জুটির ‘বিকল পাখির গান’ নামে একটি টেলিছবি এখনও প্রশংসিত সিনেপ্রেমীদের কাছে। আতিকের সর্বশেষ চলচ্চিত্র ‘লাল মোরগের ঝুঁটি’। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘মানুষের বাগান’ নামে তার আরও একটি সিনেমা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments