ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী ভিকি জৈনকে। বিয়ের পর থেকে বেশ সুখেই দিন কাটছে এই দম্পতির।
তবে রিয়েলিটি শো ‘বিগ বস-১৭’-এ অংশ গ্রহণের পর দেখা গেল তাদের ভিন্ন রূপ। রিয়েলিটি শোয়ের ঘরেই প্রায় সময়ই ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়েন অঙ্কিতা। এবার ভিকিকে সংসার ভাঙার হুঁশিয়ারি দিলেন এই অভিনেত্রী।
তবে হঠাৎ কি কারণে স্বামীকে এমন হুঁশিয়ারি দিলেন অঙ্কিতা, এবার কি তাহলে ভেঙেই যাবে অভিনেত্রীর সংসার? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মনে।
জানা গেছে, গত সপ্তাহের শেষে ‘উইকেন্ড কা বার’ পর্বে ভিকি ও মুনাওয়ার ফারুকির ওপর ব্যাপক খেপেছিলেন সালমান খান। রীতিমতো দুজনকে ধমকিয়েছেন বিটাউনের ভাইজান।
প্রকাশ্যেই অভিনেতা বলেন, ভিকি ও মুনাওয়ার খেলায় নিজেদের বাঁচিয়ে রাখতে সবার সঙ্গে খাতির করে রাখছেন। যদিও সে সময় অঙ্কিতা স্বামীর পক্ষ নিয়ে বলেন, এই খেলায় নাকি ভুল বোঝা হচ্ছে ভিকিকে।
পরে অবশ্য অভিনেত্রী স্বীকার করে নেন যে, তার স্বামী ও মুনাওয়ার দুজনেই নিজেদের মাথা দিয়ে খেলছেন। মনকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না তারা।
এদিকে সম্প্রতি ভিকি বলেন, ‘বিগ বস-১৭’ শেষ হয়ে গেলেও ঘরের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ রাখবেন তিনি। এর এতেই বেঁকে বসেন অঙ্কিতা।
রীতিমতো রেগে গিয়ে অঙ্কিতা বলেন, আমার বাড়িতে যদি এদের নিমন্ত্রণ করো তুমি, আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। এই শো চলাকালীন যারা যারা তোমাকে অপমান করেছেন, আমাদের বাড়িতে তাদের কোনোদিন নিমন্ত্রণ নেই।
এর আগে অঙ্কিতার মা ও শাশুড়ি ‘বিগ বসের’ ঘরে এসে অনেক বোঝানোর পর তাদেরকে অভিনেত্রী কথা দেন যে, আর ঝগড়া করবেন না তারা। কিন্তু এর দুদিন না যেতেই ভিকিকে সংসার ভাঙার হুঁশিয়ারি দিলেন তিনি।
সূত্র : আনন্দবাজার