Saturday, December 21, 2024
Homeবিনোদন‘পুষ্পা-২’-এর শুটিং সেটে অসুস্থ আল্লু অর্জুন

‘পুষ্পা-২’-এর শুটিং সেটে অসুস্থ আল্লু অর্জুন


ভারতজুড়ে ২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি। লাল চন্দনকাঠের চোরা ব্যবসায়ী পুষ্পারাজের ভূমিকায় সাড়া ফেলে দিয়েছিলেন অল্লু অর্জুন। ছবিটি চলতি বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে আল্লুর ঝুলিতে।

আপাতত শুটিং চলছে সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর। সেখানেই বাঁধল বিপত্তি। শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েছেন আল্লু অর্জুন।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত কয়েক দিন ধরে চলছিল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। আল্লু যে পোশাক পরে শুটিং করছিলেন, তার ওজন ছিল অনেকটা বেশি।

ওই পোশাক পরে নাচ ও মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পান। নায়কের পিঠের ব্যাথা বাড়তে থাকায় শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন পরিচালক সুকুমার। সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের শুরু হবে শুটিং।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে শুরু হয় শুটিং। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে চলছে শুটিং। কথা ছিল, ২০২৪-এর প্রথম দিকে মুক্তি পাবে ‘পুষ্পা ২’। কিন্তু আল্লুর অসুস্থতায় মুক্তি পিছিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে। তবে এ নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments