Sunday, December 22, 2024
Homeবিনোদনবুবলীকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য শাকিব খানের

বুবলীকে নিয়ে বিষ্ফোরক মন্তব্য শাকিব খানের


ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান তার ক্যারিয়ারের সুসময় পার করছেন।পর পর দুই ঈদে ‘লিডার আমিই বাংলাদেশ’ ও ‘প্রিয়তমা’ অসাধারণ সাফল্যের পর সম্প্রতি শেষ করলেন তার প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার কাজ। খুব শিগগিরই শুরু করবেন হিমেল আশরাফ এর ‘রাজকুমার’ এর শুটিং। শেষ করবেন অসমাপ্ত ছবির কাজগুলো। ক্যারিয়ারের এমন তুঙ্গে থাকা অবস্থায় নিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেন গণমাধ্যমে।

অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ শাকিব খানের ক্যারিয়ারে প্রথম হিন্দি সিনেমা যেখানে তিনি সোনাল চৌহানের সাথে জুটি বেধেছেন। সিনেমাটি বাংলার পাশাপাশি হিন্দি,তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

এই সিনেমায় অভিনয় প্রসঙ্গে শাকিব বলেন,’দরদ’ খুব চমৎকার গল্পের সিনেমা। প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমায় কাজ করছি বলে ‘কেজেএফ’ বা ‘বাহুবলি’র মতো বড় কোনো সিনেমায় কাজ করে ফেলেছি তেমনটা না। চমৎকার প্রেজেন্টেশন এর সিনেমা এটি। বাংলাদেশ টিম,মুম্বাই টিম ও কলকাতা টিম অর্থাৎ সবাই মিলে বেশ ভালো একটা কাজ করার চেষ্টা করেছে। গল্প নির্ভর ছবি এটি। আর প্রভাস বা ইয়াশ এর প্রথম কাজ কি কেজেএফ বা বাহুবলি ছিল? তা তো না। আসলে কনসেপ্ট ভালো লেগেছে বলে আমি কাজটা করেছি। আর মার্কেট তো বড় করতে হবে আমাদের।’

শাকিব খান যখন তার ‘দরদ’ সিনেমার শুটিং নিয়ে মুম্বাইয়ে ব্যস্ত ঠিক তখন দেশের নেট দুনিয়া উত্তাল তার সাবেক স্ত্রী শবনম বুবলিকে কেন্দ্র করে ভাইরাল হওয়া এক অডিও ক্লিপে। ভাইরাল এই অডিও ক্লিপ খুব সহজে পৌঁছেছে শাকিবের কাছে যা তাকে কষ্ট দিয়েছে এবং একই সাথে লজ্জায় ফেলেছে।

এই প্রসঙ্গে শাকিব বলেন,’এই কথাগুলো আসলে আমি বলতে চাই না। এই কথাগুলো বললেও আমি বলতে গেলে নিজের কাছে খুব লজ্জিত মনে করবো,খুব অপমানিত মনে করবো। মুন্নী ভাবীকে আমি যতটা স্ট্রং পার্সোনালিটির মানুষ হিসেবে দেখেছি, তার মতো একটা মানুষকে আমি এতো অসহায়ভাবে আশা করিনি।আর এমন একটা মানুষকে নিয়ে কথা যার সাথে একটা সময় আমার একটা সম্পর্ক ছিল। মুন্নী ভাবীর অডিও কলে কিংবা আমাকেও যা বলেছেন আমি আসলে এটা আশা করি নাই। আসলে মানুষের যে কখন কি রূপ, কার রূপ যে আমাদের মিডিয়াতে চেঞ্জ হয় এটা বলা যায় না। এ নিওয়ে,এটা আমার কোনো ম্যাটার না।এই ব্যাপারে আমি জড়াতেও চাই না।’

শাকিব খান জানান, বুবলির জন্য এখন আর কোনো ভালোবাসা নেই, বরং আছে শুধু ঘৃণা। তিনি বুবলির বিষয়ে কথাই বলতে চান না। তিনি বলেন,’যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যে মানুষটার আমার জীবনে কোন অস্তিত্ব নেই তাকে নিয়ে আমি অনধিকার চর্চা করতে যাবো কেনো? মুন্নী ভাবী হয়তো ভেবেছিলেন শাকিবকে বললে একটা সলিউশন হবে। কিন্তু আমি উনাকে বলেছি, দেখেন এই ভদ্রমহিলার তো আমার জীবনে কোনো অস্তিত্ব নাই,কাজেই এই ব্যাপারে আমাকে বলে কোনো লাভ নেই।’

সাবেক স্ত্রী বুবলির নাম এর আগেও বেশ কবার অনেকের সাথে জড়িয়েছে। তখন শাকিব তাকে সাবধান করেছেন কিংবা নিজে সেই সমস্যার সমাধান করেছেন।এই প্রসঙ্গ তিনি বলেন,’তারতো এর আগেও আমি অনেক স্ক্যান্ডাল শুনেছি আমি। এই স্ক্যান্ডালটা তো তাপসের ওয়াইফ নিজে বললেন এবং তার অডিও আমরা শুনলাম সবাই। আর আমারটা আমি নাই বললাম ।আর ঐগুলা হয়তো তাদের ওয়াইফরা বলেন নাই। অথবা ছড়ানোর আগেই অনেক ঘটনা উনি ঘটিয়ে দিয়েছেন, সেজন্য সেগুলো আর ছড়ায়নি। আমি দুই বারই এই ঘটনাগুলোয় আমার উপর দিয়ে নিয়েছি। আমার উপর দিয়ে দোষ চেপে গিয়েছে। আমি চুপ করে বসে ছিলাম।আমি তাদের বিরুদ্ধে কখনো কিছু বলতে যাইনি।আজো বলছি না। এখনো কিন্তু বলছি না আমি যে তাপসের বউ আমাকে কি বলেছে।’

সুপারস্টার শাকিব খান মনে করেন,বরাবরই তিনি মানুষ চিনতে ভুল করেছেন।বিশেষ করে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে। মানুষের বাহ্যিক রূপ দেখে কাউকে জাজ করা খুব কঠিন বলে জানান তিনি। সিনেমায় যেমন অনেক সময় কাউকে দেখে চিন্তাই করা যায় না সে ক্রিমিনাল হতে পারে, কিন্তু পরে দেখা যায় সেই বড় ক্রিমিনাল।এখানেও আসলে তেমনটাই ঘটেছে।

একটা সময় শাকিবের আচরণের জন্য সবাই তাকে দোষারোপ করলেও বর্তমানে কে ভিলেন সেটা পরিষ্কার বলে মনে করেন চিত্রনায়ক শাকিব। তিনি বলেন,’আমার মূর্খতার কারণে আমার জীবনে আমি নষ্ট করেছি। আমার পরিবার অপমানিত হয়েছে। আমার ভক্তরা অসম্মানিত হয়েছে আমার ভুলের কারণে। আমি তো কাউকে আসল বিষয় বুঝাতে পারিনি। খালি চোখে মনে হচ্ছিল আমিই ক্রিমিনাল। এ নিয়ে, দিন শেষে এখন অনেক কিছুই পরিষ্কার হয়ে গিয়েছে।’

বর্তমানে কাজের সংখ্যা নয় বরং কাজের গুণগত মান বিচার করে কাজ করছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে আসার পর থেকেই ভিন্ন ধারার ছবিতে কাজ করছেন বলে জানান তিনি। ভক্তদের জন্য স্মরণীয় কিছু কাজ উপহার দিয়ে যেতে চান এই তারকা অভিনেতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments