মাস তিনেক বিরতি দিয়ে আবারও কাজে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে শেষ করেছেন একটি খণ্ড নাটকের শুটিং। নাম ‘তোমারি বিরহে রহিব বিলীন’। জহির করিমের রচনায় এটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
প্রভার ভাষ্য, আমি মাঝে মাঝেই কাজে বিরতি নিয়ে থাকি। এটা একান্তই নিজের মতো করে সময় কাটানোর জন্য। যেন ফিরে এসে আরও মন দিয়ে কাজ করতে পারি। রানা ভাই ও সুব্রত দাদার সঙ্গে সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। এই টিমটি আমার কাছে পরিবারের মতো। যারা আমাকে বুঝতে পারে। যে কারণে এ নাটকে কাজ করা। জহির করিম ভাইয়ের লেখা গল্পও আমার খুব ভালোলাগার। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে, এ কাজটি করা।
প্রসঙ্গত, এ নাটকে বেলা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। তার বিপরীতে থাকছেন অভিনেতা জাহের আলভী। শিগগিরই নাটকটি প্রচার হবে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।