Monday, December 30, 2024
Homeবিনোদনঅনেক ধ্বংস করেছি আর করব না: শামীম হাসান

অনেক ধ্বংস করেছি আর করব না: শামীম হাসান


ছোট পর্দায় জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার। বর্তমানে টিভি ও ইউটিউব নাটকে নিয়মিত কাজ করছেন তিনি। তবে অনেক দর্শকদের অভিযোগ, এই অভিনেতাকে মাঝেমধ্যে ট্রেন্ডি ও কিছুটা গৎবাঁধা নাটকে দেখা যায়। তাই এবার নতুন কিছু ভাবছেন এই অভিনেতা।

এ নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেন শামীম হাসান সরকার। তার ভাষ্যমতে, ‘নতুন বছরে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। প্রয়োজনে কমিয়ে দেব কাজের সংখ্যা। গৎবাঁধা কাজে আর গা ভাসাতে চাই না।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালে আমি কোনো জামাই-বউ, বেয়াই-বেয়াইন, প্রবাসী-নিবাসী, ভাশুর-শ্বশুর-পশুর ইত্যাদি নামক গল্পের নাটক থেকে বিদায় নিচ্ছি। অনেক হয়েছে। জীবনে ভুল বারবার করা যায় না! নতুন বছর নতুনভাবে শুরু করতে চাই। হয় ভালো গল্প এবং এক্সিকিউশন নাহলে শুটিং না করলাম, পকেটে টাকা হোক অল্প।’

তিনি এও বলেন, প্রয়োজন হলে পেশা বদলে ফেলবো, তাও ভিউ ও লাইকের পেছনে দৌড়াব না। ইনশাল্লাহ আমি সব সময় পেরেছি, এবারও পারব। আমি আশা করি, আপনারাও আমার সঙ্গে থাকবেন; যারা প্রথম থেকে ছিলেন।’

শামীম হাসান সরকারের মতে, ‘এই ফেসবুক ক্লিপস আর ভিউ আমাদের নাটক ধ্বংস করে দিচ্ছে। আমি অনেক ধ্বংস করেছি আর করব না প্রতিজ্ঞা করেছি! সময়ের অপেক্ষায় শুধু!’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments