Saturday, December 21, 2024
Homeবিনোদনস্কুল ইউনিফর্মে শৈশবে ফিরে গেলেন শ্রীলেখা মিত্র

স্কুল ইউনিফর্মে শৈশবে ফিরে গেলেন শ্রীলেখা মিত্র


টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র, কিছু দিন পর পরই নানা কারণে সংবাদের শিরোনামে আসেন তিনি। স্পষ্টভাষী এই অভিনেত্রী উত্তর কলকাতা দমদমের মেয়ে। দমদমের অগজিলিয়াম কনভেন্ট স্কুলের ছাত্রী ছিলেন তিনি। প্রত্যেক বছরই সেই স্কুলের সাবেকরা কোনো একদিন মিলিত হন, এবারও তেমনই এক রি-ইউনিয়নে শ্রীলেখাও হাজির ছিলেন।

শ্রীলেখার পরনে সাদা শার্টের সঙ্গে শর্ট চেক স্কার্ট, উপরে ফুল হাতা লাল সোয়েটার। আর মাথার চুল দুপাশে স্কুল গার্লদের মতো করেই বাঁধা। এভাবেই আরও একবার স্কুল গার্লের মতো সেজে ধরা দিলেন শ্রীলেখা; কিন্তু কেন? আসল টুইস্টটা অন্য জায়গায়। সম্প্রতি শ্রীলেখার স্কুলের বন্ধুরা রি-ইউনিয়নের আয়োজন করেছিলেন। সেখানেই গিয়েছিলেন তিনি। আর তাই স্কুল গার্লের সাজে স্কুলের দিনগুলোতে ফিরে গিয়েছিলেন অভিনেত্রী। যেন আরও একবার স্কুলের ক্লাসরুমে গিয়ে ছোটবেলার স্মৃতি হাতড়ে ফেরা।

ডিসেম্বরে সেই স্কুলের সাবেকরা এসে কোনো একদিন মিলিত হন। এবারো তেমনই এক রি-ইউনিয়নে শ্রীলেখাও হাজির ছিলেন। তারই ছবি নিজেই পোস্ট করেছেন শ্রীলেখা। তিনি ক্যাপশনে লিখেছেন, অগজিলিয়াম প্রাক্তন ছাত্রী। স্কুলের দিনগুলোয় আবার ফিরে যাওয়া।

শ্রীলেখা মিত্রের এ পোস্ট দেখে অনেকেই আবার পুরোনও দিনের নস্টালজিয়ায় ফিরে গিয়েছিলেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, স্কুল ইউনিফর্মে দারুণ লাগছে’, কেউ লিখেছেন, Crush crush crus’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments