Saturday, December 21, 2024
Homeবিনোদনআমিরের মেয়ের বিয়েতে সাবেক ২ স্ত্রী, নেই প্রেমিকা ফাতিমা

আমিরের মেয়ের বিয়েতে সাবেক ২ স্ত্রী, নেই প্রেমিকা ফাতিমা


আমিরকন্যা ইরা খানের বিয়ে আজ। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে ছিল গায়েহলুদ। গত কয়েক মাস ধরেই প্রস্তুতি তুঙ্গে। নভেম্বর মাসে আমিরের জিম ইনস্ট্রাকটর নূপুর শিখরের সঙ্গে বাগদান সারেন ইরা।

মঙ্গলবার সকালে গায়েহলুদের অনুষ্ঠানে ইরার মা রিনা দত্ত এবং আমিরের দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে একসঙ্গে দেখা যায়। দুজনের পোশাকেও ছিল রঙমিলান্তি। শাড়ির রঙ ছিল আলাদা। কিন্তু সাজ-পোশাক, স্টাইলে ছিল খুবই মিল। হাতে ছিল উপহারের ঝোলা।

তবে ইরার হলুদের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় কটাক্ষের মুখে পড়লেন আমির। বলিউড অভিনেতাকে নেটিজেনদের সোজা প্রশ্ন— ‘প্রেমিকা’ ফাতিমা সানা শেখ কি নিমন্ত্রিত?

মেয়ের জীবনের বিশেষ দিনে কাঁচাপাকা দাঁড়িতে পাঠান স্যুটে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

এক সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, আমার কথাগুলো হয়তো সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।

কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর খবরে আসে আমির নাকি অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে প্রেমে মত্ত। গুঞ্জনে রয়েছে এবার নাকি ফাতিমাকেই বিয়ে করবেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments