Saturday, December 21, 2024
Homeবিনোদন‘মাতাল’ গানে ভিন্ন লুকে আঁচল

‘মাতাল’ গানে ভিন্ন লুকে আঁচল


নতুন বছরের শুরুতে মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী আঁচল আঁখি।

সঙ্গীতশিল্পী সৈয়দ অমির ‘মাতাল’ শিরোনামের গানের ভিডিওতে ভিন্ন লুকে দেখা গেছে তাকে। গানটি প্রকাশ হয়েছে অমির ইউটিউব চ্যানেলে।

গানটির ভিডিও ধারণ করা হয়েছে কক্সবাজার শুঁটকিপল্লীতে। গানে আঁচলের সহশিল্পী আছেন চলচ্চিত্র অভিনেতা সীমান্ত।

অভিনেত্রী আঁচল বলেন, “ভারতীয় দক্ষিণী সিনেমার ছাপে মিউজিক ভিডিওটি তৈরি করা হয়েছে, যাতে করে দর্শক সিনেমার স্বাদ পায়। আশা করছি, সব শ্রেণির দর্শকদের গান-ভিডিও ভালো লাগবে।”

সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ অমি নিজেই। ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ আর কোরিওগ্রাফিতে ছিলেন হাবিব রহমান।

‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় আঁচলের। এরপর ‘জটিল প্রেম’ এবং ‘সুলতানা বিবিয়ানা’ সিনেমা করেছেন এই শিল্পী।এছাড়া আঁচলের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার মধ্যে রয়েছে- ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভুতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments