কনকনে শীতে কাঁপছে মানুষ। আর এমন শীতের মধ্যেই দুঃসাহসিক কাণ্ড ঘটিয়ে বসলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। নতুন বছর উপলক্ষ্যে ছুটি কাটাতে আজারবাইজানে গিয়েছিলেন এই অভিনেত্রী।
সেখানে এই কনকনে শীতের মধ্যেই মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রায় সাঁতার কাটেন সুস্মিতা। নিজের ইনস্টাগ্রামে এমনই এক ভিডিও শেয়ার করেছেন তিনি।
যেখানে দেখা যায়, পাহাড়ের কোলঘেঁষে গড়ে উঠেছে রিসোর্ট। পাহাড়ের বিভিন্ন অংশে জমে আছে তুষার। এ রিসোর্টের সামনে সুইমিংপুল। তা থেকে ভেসে আসছে বাষ্প। কিছুক্ষণ পর দেখা যায়, সুইমিংপুলের জলে সাঁতার কাটছেন সুস্মিতা।
ভিডিওর ক্যাপশনে সাবেক বিশ্বসুন্দরী লিখেছেন, ‘তুষারে ঢাকা পাহাড়। মাইনাস ১ ডিগ্রি তাপমাত্রা। একটি গরম আউটডোর পুল। অবশ্যই এ জলে ডুব দিতে ইচ্ছা করছে। উফ! দারুণ অভিজ্ঞতা।’
পোস্টের জবাবে সুস্মিতা সেনের দত্তক মেয়ে রেনে সেন বলেছেন, ‘তুমি পরাবাস্তব’। তানাজ ইরানি বললেন, ‘বাহ! সত্যিই ইর্ষান্বিত’। রাতি পাণ্ডে লিখেছেন, ‘মনোরম দৃশ্য এবং সুন্দর তুমি’।
এর আগে একই স্থান থেকে আরও একটি ছবি শেয়ার করেছেন সুস্মিতা সেন। যেখানে ছুটির মেজাজেই দেখা গেছে অভিনেত্রীকে।