বি-টাউনের অন্যতম সুখী দম্পতি হিসেবে শহিদ কাপুর ও মীরা কাপুরকে বিবেচনা করে হয়। তাদের ৯ বছরের সংসার জীবনে কখনো অশান্তির সুর বাজেনি।তবে ইদানিং খুঁটিনাটি বিষয় নিয়ে নাকি তাদের মন কষাকষি হচ্ছে।আর যার মূলে রয়েছে তাদের সেলুলার ফোন।
বলিউডের জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর বিয়ে করেছেন ১৩ বছরের ছোট মীরা রাজপুতকে। ‘কবির সিং’ খ্যাত অভিনেতাকে বিয়ে করে নিজের শহর ছাড়েন মীরা। বিয়ের পর এই দম্পতিকে নিয়ে কখনও দাম্পত্য কলহের কথা শোনা যায়নি। তবে এখন নাকি তাদের খুনসুটি লেগেই থাকে। হাতের ছোট্ট ফোনই তাদের কাল হয়ে দাঁড়িয়েছে সংসারে।
মীরা-শহিদের সংসারে অশান্তি লাগার কারণ জানালেন নায়ক শহিদ কাপুর নিজেই। দু’জনের মধ্যে অশান্তির কারণ মূলত ফোন। এক সাক্ষাৎকারে গণমাধ্যমে শহিদ বলেন, ‘প্রায়ই মীরা আমাকে অভিযোগ করে, ওর জন্য নাকি সময় নেই আমার। এ দিকে ও নিজেই বেশির ভাগ সময় ফোনে ব্যস্ত থাকে। আমি এটা নিয়ে প্রতি বারই মীরার সঙ্গে ঝগড়া করি।’
শহিদ আরও বলেন, ‘মীরা যখনই বলে, ওকে আমি সময় দিচ্ছি না, সঙ্গে সঙ্গে আমার ফোন আমি নীচে নামিয়ে রাখি। কিন্তু ও তারপরও ১৫ মিনিট ধরে ফোন ঘাঁটবে। তারপর ও যখন আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কী হল? তখন আমি পাল্টা বলি, কিছুই না। আমার জন্য তোমার কাছে সময় নেই।’ এভাবেই চলছে তাদের সাংসারিক জীবনের খুনসুটি ও সেটা নিয়ে নিজেদের মধ্যকার বোঝাপড়া।
প্রসঙ্গত, খুব শিগগিরই মুক্তি পাবে শহিদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে উলঝা জিয়া’ সিনেমা। ছবিতে প্রথম বার কৃতি শ্যাননের বিপরীতে অভিনয় করছেন শহিদ। এই সিনেমায় তার অভিনয় নজর কাড়বে দর্শকদের – তেমনটাই প্রত্যাশা অভিনেতার।