বছরখানেক আগে ৩৯ কেজি ওজন কমিয়ে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী রুনা খান। এবার মেকআপ ছাড়া ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন তিনি।
সম্প্রতি রুনা খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘যে জীবন ঘরের। যে জীবন প্রেমের।’ হ্যাশট্যাগে জানান, নো মেকআপ। নোক ফিল্টার।
ছবিতে টি-শার্ট পরা রুনা চুল ছেড়ে মুচকি হাসিতে আয়নার দিকে তাকিয়ে আছেন।
রুনা খানের মেকআপ ছাড়া ছবি দেখেন ভক্তদের অনেকেই প্রশংসা করেছেন। সনি রহমান নামে একজন লিখেছেন, আপনি সব সময় সুন্দর, সেটা হোক মেপআপে অথবা মেকআপ ছাড়া।
নওরিন ফেরদৌস লেখেছেন, আপনাকে দেখতে ‘কিশোরীর’ মতো লাগছে।
বর্তমানে নাটক, ওয়েব সিরিজে সমানতালে কাজ করে যাচ্ছেনা রুনা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় এই তারকা।