ব্যক্তিজীবনে ভ্যালেন্টাইনস ডে নিয়ে একেবারেই কোনো উন্মাদনা নেই আলিয়া ভাটের। ভ্যালেন্টাইনস ডে’র উদযাপন তার কাছে নাকি আতিশয্য ছাড়া অন্য কিছু মনে হয় না।
বলিউডের ‘চকোলেট বয়’ রণবীর কাপুরের সঙ্গে প্রেমের পর মনের মতো করে বিয়ে করেছেন। ঘরে এসেছে তাদের সন্তান রাহা। জনসমক্ষে একে-অপরকে আগলে রাখা দেখে অনেকেরই রণবীর-আলিয়াকে ‘মেড ফর ইচ আদার’ বলে মনে হয়েছে। তবে আলিয়া যে প্রেমদিবস নিয়ে এমন একটি ধারণা পোষণ করেন, তা অনেকেরই অজানা।
বহু বছর আগে ‘কফি উইথ করণ’-এ ভ্যালেন্টাইনস ডে নিয়ে নিজের মতামত খোলাখুলি জানিয়েছিলেন এই অভিনেত্রী। শোনা যায়, সেই সময় আলিয়া নাকি কোনো সম্পর্কে ছিলেন না। আলিয়ার জীবনে প্রেম নেই কেন? প্রশ্ন করেছিলেন করণ জোহর। আলিয়ার উত্তর ছিল- ‘প্রেমিক নেই বলে কোনো আক্ষেপ নেই; কিন্তু অন্যদের প্রেম করতে দেখলে মন খারাপ হয়। তবে ‘ভ্যালেন্টাইনস ডে’-পালন আমার বাড়াবাড়ি মনে হয়।’ আলিয়ার উত্তরে করণ মজা করে বলেছিলেন, ‘প্রেমিক নেই বলেই তো এমন মনে হয় বোধহয়!’
আলিয়া করণকে থামিয়ে দিয়েছিলেন। তারপর পুরোনো স্মৃতির পাতা খুলে বলেন, ‘শুধু ভ্যালেন্টাইনস ডে নয়। নিউ ইয়ার পালনের ক্ষেত্রেও আমার একইরকম মনে হয়। তাছাড়া আমার ভ্যালেন্টাইনস ডের অভিজ্ঞতা খারাপ। অনেক আগে একজন প্রেমিক ছিল। সে আমাকে নিয়ে একবার ভ্যালেন্টাইনস ডে-র দিন বেরিয়েছিল; কিন্তু কোনো কথা বলেনি। সারা দিন আমায় চুপ করে বসে থাকতে হয়েছিল। তারপর থেকেই আমার মনে এ দিনটি নিয়ে জাঁকজমকই বেশি হয়। আদতে কোনো ভালোবাসা জড়িয়ে নেই এর উৎসবের সঙ্গে।’