ভালোবাসা দিবসে নতুন জীবনে পা রাখলেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ দিন ইনানি বিচে বিয়ের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল মঙ্গলবার কক্সবাজার সৈকতে স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান হয়েছে।
স্পর্শিয়ার স্বামী চট্টগ্রামের ছেলে সৈয়দ রিফাত নাওঈদ হোসেন। দেশের বাইরে পড়াশোনা শেষ করে এখন একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক পদে কাজ করছেন।