ফেব্রুয়ারির ৯ তারিখে মুক্তি পেয়েছে ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’। এই ছবিতে প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধেছেন শাহিদ কাপুর ও কৃতি শ্যানন। শাহিদ ও কৃতির রসায়ন দর্শকের মনে ধরেছে।
প্রেমের মাসে এমন ভরপুর প্রেমের ছবি যখন সাফল্যের পথে হাঁটতে শুরু করেছে, ঠিক সেই সময় শুটিং সেটের একটি মজার ঘটনা ভাগ করে নিলেন ছবির নায়িকা কৃতি।
কৃতি জানান, আলাপ থাকলেও শাহিদের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা ছিল না। ‘তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া’র শুটিংয়ে কৃতি জানতে পারলেন শাহিদ আসলে কতটা মজার মানুষ।
একজন অনুরাগী এক্স-এর পাতায় কৃতিকে প্রশ্ন করেছিলেন, ‘শাহিদ শুটিং সেট কতটা মাতিয়ে রেখেছিলেন?’
অনুরাগীকে কৃতির জবাব, ‘শাহিদ এবং ওর পাঞ্জাবি গানের প্লে লিস্ট হলো সবচেয়ে মজার।’
কৃতি জানিয়েছেন, শাহিদ সময় পেলেই পাঞ্জাবি গান চালিয়ে দেন। কিছু গানের সঙ্গে শাহিদ এত মজার ভঙ্গি করে যে, সেটা দেখে হাসতে হাসতে পেটে খিল ধরে যায়। এই সিনেমার শুটিং চলাকালীন কৃতি এত হেসেছেন, নায়িকার ধারণা, তাতেই নাকি তার অনেকটা ওজন কমে গেছে।