Wednesday, January 8, 2025
Homeবিনোদনএক যুগ পর প্রত্যাবর্তন করছে জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্ক’

এক যুগ পর প্রত্যাবর্তন করছে জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্ক’


দেশের ব্যান্ড সঙ্গীতের অঙ্গনে এক সময়ের জনপ্রিয় ও প্রথিতযশা ব্যান্ড দল অর্ক। নব্বই দশকের শুরুতে যাত্রা শুরু করে ব্যান্ডটি। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে দেশের ব্যান্ড সঙ্গীতে অন্যতম জনপ্রিয় একটি নাম হয় দলটি। ব্যান্ডের ভোকালিস্ট হাসান তার ব্যতিক্রমী কণ্ঠের যাদুতে নিজেদের ভিন্ন ও শক্ত অবস্থান তৈরি করেন সংগীত প্রেমীদের মনে।

জনপ্রিয়তার ধারাবাহিকতা দীর্ঘদিন অটুট থাকলেও হঠাৎ যেনো আড়ালে চলে যায় ‘আর্ক’। দীর্ঘদিন তাদের নতুন কোনো গান শুনেনি শ্রোতারা। সেই সময়টাও হিসেব করলে প্রায় এক যুগ। তবে ‘আর্ক’ ভক্তদের জন্য সুখবর হয়ে এলো তাদের নতুন ঘোষণা। নতুন রূপে আবারও ফিরছে তুমুল শ্রোতাপ্রিয়তা পাওয়া এই ব্যান্ডটি।

আসন্ন ঈদ উপলক্ষে প্রকাশ হতে যাচ্ছে ব্যান্ডটির নতুন গান। শুধু একক গানই নয়, নতুন একটি অ্যালবামেরও প্রস্তুতি নিচ্ছে ‘আর্ক’। এই ঈদেই অ্যালবামটি প্রকাশের খবর পাওয়া গিয়েছে। একক গান ও অ্যালবামটি প্রকাশিত হবে জি সিরিজের ব্যানারে।

‘আর্ক’-এর বর্তমান লাইন আপে রয়েছেন হাসান (ভোকাল), টিংকু এ রহমান (কীবোর্ড), এস আই সুমন (গিটার), নমন (বেজ গিটার), জিমি (ড্রামস) ও নিপু (গিটার)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments