Saturday, March 8, 2025
Homeবিনোদনইসলামি গানের মডেল হলেন মিশা সওদাগর

ইসলামি গানের মডেল হলেন মিশা সওদাগর

সিনেমায় মন্দ চরিত্রে অভিনয় করে নন্দিত হয়েছেন মিশা সওদাগর। সম্প্রতি প্রশংসিত হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে কাজ করেও। এবার এই খলনায়ককে দেখা যাবে ধর্মীয় গানের মডেল হিসেবে।

‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে একটি গানের গল্পনির্ভর ভিডিওতে অভিনয় করেছেন তিনি। রফিকুল ইসলাম তাওহিদের কথায় এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।

গানটির প্রেক্ষাপট নিয়েও তিনি কথা বলেন, ‘গল্পের শুরুতে দেখা যাবে আমি নানাভাবে অর্থ উপার্জন করি। এরমধ্যে একদিন আমার শিশু সন্তানটি মারা যায়। তারপর আমার মধ্যে উপলব্ধি হয় কেন এত অর্থ উপার্জন করছি। সত্যি বলতে একজন মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য অনেক অর্থের প্রয়োজন পড়ে না। তবু আমরা অনেকে অন্যায় পথে উপার্জন করছি। মূলত সেই বার্তাটিই এই গজলটির মধ্যে রয়েছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments