Thursday, January 2, 2025
Homeবিনোদনবিদ্যা বালানের রহস্যময় বার্তায় যা ছিল

বিদ্যা বালানের রহস্যময় বার্তায় যা ছিল


ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ব্যতিক্রম পোস্ট দেন গুণী অভিনেত্রী বিদ্যা বালান। পোস্টের ছবিতে দেখা যায়, দুটি ভিক্টোরি চিহ্নের মাঝখানে যোগ চিহ্ন, এরপর সমান চিহ্ন দিয়ে একটি হার্টের ইমোজি।

ক্যাপশনে লেখেন- ‘দুই আর দুই মিলবে, প্রেমের রহস্য খুলবে। আগামীকাল (১৭ জানুয়ারি) সকাল ১১টায়। অপেক্ষা করুন।’

হঠাৎ মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ পোস্ট দেখে নেটিজেনরা তো ভেবে নিয়েছিলেন, সুখবর দিতে চলেছেন বলিউড নায়িকা। এবার প্রথম সন্তানের আগমনের খবর দেবেন তিনি।

কথা রেখেছেন অভিনেত্রী। একদিন পরই বুধবার (১৭ জানুয়ারি) সেই রহস্যের উন্মোচন করেছেন বিদ্যা। তবে ব্যক্তিগত কোনো বিষয় নয়; তার এ রহস্য সিনেমার সূত্রেই। সেই সিনেমার নাম ‘দো অউর দো পেয়ার’।

এ সিনেমায় বিদ্যা বালানের সঙ্গে অভিনয় করেছেন প্রতীক গান্ধী, ইলিয়ানা ডি’ক্রুজ ও সেন্ধিল রামমুর্তি। ছবিটি নির্মাণ করেছেন শীর্ষ গুহ ঠাকুরতা। আগামী ২৯ মার্চ এটি মুক্তি পাবে।

এদিন ছবির মোশন পোস্টার শেয়ার করে প্রযোজনা প্রতিষ্ঠান এপ্লজ এন্টারটেইনমেন্ট বলেছে, ‘এই মৌসুমে ভালোবাসা আপনাকে সারপ্রাইজ করুক, সংশয়ে ফেলুক এবং খেয়ে ফেলুক!’

বিদ্যা বলেছিলেন, এটা আধুনিক সম্পর্কের গল্প। এটা হয় আপনার গল্প কিংবা আপনার কাছের বন্ধুর। এটা আপনাকে হাসাবে এবং কাঁদাবে সমানভাবে।

বিদ্যা বালানকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘নিয়ত’ ছবিতে। রহস্যময় গল্পের এই সিনেমা মুক্তি পেয়েছে গত বছরের জুলাই মাসে।

সূত্র: ইন্ডিয়া টুডে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments