২৫ জানুয়ারি মুক্তি পাবে বলিউডের আরেকটি অ্যাকশন সিনেমা ‘ফাইটার’। যে সিনেমা দিয়ে ফের সামনে আসছেন নির্মাতা-নায়িকা জুটি সিদ্ধার্থ আনন্দ এবং দীপিকা পাড়ুকোন।
ফাইটার সিনেমা মুক্তির আগে এই দুজনের একটি ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে এসেছে। সেটি হলো ‘ফাইটার’ মুক্তির আগে আনন্দকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন দীপিকা।
আনন্দ ইনস্টাগ্রামে মাত্র ২০ জনকে অনুসরণ করেন। সংক্ষিপ্ত এ তালিকায় আছেন শাহরুখ খান, হৃত্বিক রোশন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।
আনন্দ এবং দীপিকার ‘আনফলো’র এ ঘটনা নিয়ে তাদের ভক্ত-অনুরাগীদের কেউ কেউ আবার বলছেন, দুজনের মধ্যে আসলে কোনো ধরনের ঝামেলা হয়নি। নতুন কৌশলে ‘ফাইটার’ প্রচারে নেমেছেন তারা।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ সিনেমার গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ।
এই সিনেমার জন্য হৃত্বিক ৫০ কোটি রুপি নিয়েছেন। আর দীপিকা নিয়েছেন ১৫ কোটি।
এ সিনেমায় বিমানযোদ্ধার অভিনয় করেছেন হৃত্বিক রোশন। তবে দীপিকাকে দেখা যাবে ভিন্ন অ্যাকশনে।